খুলনায় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সাংবাদিক গ্রেফতার

প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগে বিজয় টিভির খুলনা প্রতিনিধি নাঈমুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার নামে বিশেষ ক্ষমতা আইনে খানজাহান আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার আসামিরা হলেন আটক নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস ও শাহিনসহ অজ্ঞাত ৩/৪ জন। আসামি নাঈমুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদের আটকে অভিযান চলছে।

এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টায় খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুরাতন টিটি কলেজ রোডস্থ চেয়ারম্যান প্রার্থী শেখ আনিসুর রহমানের অস্থায়ী কার্যালয়ের সামনে রাস্তার উপর প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শেখ আনিসুর রহমানের নৌকা মার্কার পোস্টার ছিল। যা দেখে বিজয় টিভি’র খুলনা প্রতিনিধি নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, শাহিনসহ অজ্ঞাত ৩/৪ জন প্রধানমন্ত্রীর ছবি লক্ষ্য করে কটূক্তি করেন। তারা আওয়ামী লীগ সম্পর্কে গালিগালাজ করেন এবং ব্যর্থ রাষ্ট্র, সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকার পতন ঘটাবে বলে উচ্চস্বরে হুংকার দেন। এ সময় স্থানীয়রা প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর চড়াও হয়ে আক্রমণ করেন। এক পর্যায়ে জনগণ নাঈমুর রহমানকে ধরে ফেলে, বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে নাঈমুর রহমানকে পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীর কবির খান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

বাংলা ট্রিবিউন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত