‘কোনো খুন হলেই আমাদের দিকে ইঙ্গিত করা হয়’ প্রতিবাদ সমাবেশে শামীম ওসমান

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জে কোনো খুনের ঘটনা ঘটলেই আমাদের দিকে ইঙ্গিত করে ষড়যন্ত্রকারীরা। এবার এসব ষড়যন্ত্র সফল হবে না। আমরা বিশ্বাস করি, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রগতিশীল নেতা রফিউর রাব্বির সাহসী ভূমিকার কারণে জামায়াত-শিবির তাঁর ছেলেকে (তানভীর মুহাম্মদ ত্বকী) হত্যা করতে পারে। অথবা অন্য কেউ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।’গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে দুটি ট্রাকের ওপর মঞ্চ বানিয়ে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।এদিকে তানভীর হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকেরা। একই দাবিতে বিকেলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে নাগরিক শোকসভা হয়।সমাবেশ: মেধাবী ছাত্র তানভীর ও সংগীতব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ (৫০) হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেলে জেলা শহর আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ করেন শামীম ওসমান ও তাঁর সমর্থক নেতা-কর্মীরা।সমাবেশে শামীম ওসমান বলেন, ‘রফিউর রাব্বির কয় সন্তান, সেটাই আমি আগে জানতাম না। কেউ কেউ মনে করেন, ত্বকী খুনের ইঙ্গিত আমাদের দিকে দেওয়া হলে আমরা বিব্রত হব। বিব্রত চোখে তাদের দিকে তাকাব।’শামীম ওসমান বলেন, ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় একটি মহল প্রগতিশীল শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। মেধাবী ত্বকীকে হত্যা করা হয়েছে। এই হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করতে হবে।’শোকসভা: ত্বকী হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পূর্বঘোষিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক শোকসভা হয়। খেলাঘর জেলার সভাপতি রথিন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক কেন্দ্রীয় সভাপতি মনজুরুল আহসান খান, জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, ভবানী শংকর রায়, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি জাহিদুল হক, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক প্রমুখ।শোকসভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাসভাড়া কমানোর আন্দোলনসহ নারায়ণগঞ্জের গণমানুষের সব আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চেরও উদ্যোক্তা। সব প্রগতিশীল আন্দোলন থেকে রফিউর রাব্বিকে নিবৃত্ত করতেই পরিকল্পিতভাবে তাঁর সন্তানকে হত্যা করা হয়েছে।অনশন: ‘ত্বকী তোমার মৃত্যু আমাদেরকে অপরাধী করে’ ব্যানারে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকেরা প্রতীকী অনশন করেন। প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন, শিক্ষাবিদ বুলবুল চৌধুরী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ‘ত্বকী হত্যাকাণ্ডের ছয় দিন পার হলেও প্রশাসন খুনিদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। ত্বকীর হত্যাকাণ্ডের ঘটনা আমাদের লজ্জা দেয়। আমরা এমন একটি মেধাবী শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। শহরে একের পর এক খুনের ঘটনায় নিরাপত্তাহীন হয়ে পড়েছে নগরবাসী।’পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘ত্বকী হত্যার ঘটনায় তদন্ত জোরেশোরে চলছে। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’পরে নারায়গঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।গত শুক্রবার শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত