কুষ্টিয়ার মিরপুরে ইসলাম ধর্ম কথিত কটূক্তির অভিযোগে ডিজিটাল আইনে শিক্ষক আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ২০ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার নওদাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক আমিরুল ইসলাম (৫৫) উপজেলার নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলের শিক্ষক ও পরিচালক। ওই এলাকার আব্দুর রহমানের ছেলে তিনি।
ওসি বলেন, “আমিরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে ভিডিও বক্তব্যের মাধ্যমে কটূক্তি করায় তাকে আটক করা হয়েছে। ”

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি নিরাপত্তা আইনে মামলা করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাবে বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত