কুমেক হাসপাতালে সাংবাদিক অমিত মজুমদার লাঞ্ছিত

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হাসপাতালের ওয়ার্ড মাষ্টারের হাতে লাঞ্ছিত হয়েছেন অমিত মজুমদার নামের এক সাংবাদিক। তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের কুমিল্লা প্রতিনিধি।

 

৫ জুলাই সোমবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা ইউনিটের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক অমিত জানান, সোমবার বিকেলে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য যান। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি করোনা ইউনিটের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে চাইলে ওয়ার্ড মাস্টার আক্তার প্রথমে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করেন ওয়ার্ড মাস্টার। এ সময় তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।

অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড মাস্টার আক্তার হোসেন বলেন, ‘ওই সাংবাদিককে ছবি না তুলে হাসপাতাল থেকে চলে যেতে বলেছি। এর বেশি কিছু নয়। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম বলেন, ‘সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সমকাল

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত