কিশোরগঞ্জের ভৈরবে হজ নিয়ে কথিত কটূক্তি : পীর আবুল বাশারের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে কিশোরগঞ্জের ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাশারের বিরুদ্ধে  ওমরা হজ নিয়ে কথিত কটূক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে  পীর আবুল বাশারকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী অ্যাড. আমিনুল ইসলাম বাদী হয়ে ১১ জানুয়ারি শনিবার রাতে ভৈরব থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

 

হজ নিয়ে কটূক্তি ও ধমীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে এর আগে গেল ১ জানুয়ারি ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে উগ্রপন্থী ইমাম-ওলামা পরিষদসহ হাজার হাজার তৌহিদী জনতা। শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিউ টাউন এলাকার ওয়ালটনের সামনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতো থাকে লোকজন। এ সময় একে একে বক্তব্য দেন ইমাম-ওলামা পরিষদের নেতৃবৃন্দ। এতে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দেন জনপ্রতিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার তৌহিদী জনতা।

ভৈরবের ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে হাজার হাজার লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রশাসনের কাছে জেলা প্রসাশক বরাবরে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেয়।

এর আগে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী অ্যাড. আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ফলে আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ডাক দেয় ইমাম-ওলামা পরিষদ। ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন।

কালের কণ্ঠ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত