এমপি দুর্জয়কে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ নেতা কারাগারে

মানিকগঞ্জে সংসদ সদস্যকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

৩ জুলাই শুক্রবার জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।

ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে মামলাটি করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুস সালাম জানান, জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খান তার ফেসবুক পেজে স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নারী কেলেংকারি, ভূমিদস্যু আখ্যায়িত করে স্ট্যাটাস দেয়। এতে ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে হামজা খানসহ তিনজনকে আসামি করে গত ১৩ জুন তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহর থেকে হামজা খানকে গ্রেপ্তার করা হয় এবং বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইউএনবি

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত