এবার কক্সবাজারে সাবেক ভিপি নুরুলের নামে ডিজিটাল আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ২১ এপ্রিল বুধবার রাতে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন।

 

মামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস। তিনি  বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুল হক ধর্মীয় উসকানিমূলক বক্তব্যের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

মামলার বাদী মঈন উদ্দিন বলেন, নুরুলের বক্তব্যে তিনিসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আহত হয়েছেন। এ কারণে তিনি মামলা করেছেন।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত