ইসলাম ধর্ম ও নবীকে কটূক্তি, ডিজিটাল আইনে কুবি হিন্দু ছাত্র গ্রেফতার

ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে জয় দেব নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিকালে উপরেজিস্ট্রার দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

 

বহিষ্কৃত জয়দেব চন্দ্র শীল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। ১৮ মে শনিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভয়েস অব আমেরিকা’র ভেরিফাইড পেইজে এক মন্তব্যে ইসলাম ধর্ম এবং নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি করেন। রাতে জয়দেবের এই মন্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ধর্মান্ধ ও উগ্রপন্থী মুসলমান শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন।

১৯ মে রবিবার সকালে অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের মৌলবাদী শিক্ষার্থীরা। এসময় তারা জয়দেবকে স্থায়ী বহিষ্কার করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে এ ধরনের ঘটনা খুবই নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আপাতত অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

এর আগে কুমিল্লার ঠাকুরপাড়ার একটি মেস থেকে জয়দেবকে আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় উগ্রপন্থীরা। অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম।

ইত্তেফাক

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত