আড়াইহাজারে এমপি বাবু’র বিরুদ্ধে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট, ডিজিটাল আইনে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ-২ আসন আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট দেয়ার অভিযোগে কাউসার আহমেদ পলাশ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

তিনি উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকার জামানের ছেলে। ২৯ আগস্ট শনিবার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২৮ আগস্ট) বিকালে আড়াইহাজার পৌরসভা বাজার থেকে পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে। ওই দিন রাতেই নাহিদুল ইসলাম রাজু নামে এক ব্যক্তি বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ ব্যক্তিকে আসামি করে তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলার বাদি রাজু আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের বর্তমান ভিপি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চত করেছেন। জানা গেছে, তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে করা এটি দ্বিতীয় মামলা।
এর আগেও এমপি নজরুল ইসলাম বাবুকে উদ্দেশ্য করে ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়া হয়। সেসময়ে তার ভাগ্নে পরিচয়ে হারুন অর রশীদ নামে একব্যক্তি তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে একটি মামলা করেছিলেন।

মানব জমিন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত