আরেক সন্দেহভাজন গ্রেপ্তার পাল্টাপাল্টি কর্মসূচি আজ

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সালেহ রহমান ওরফে সীমান্ত নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার বিকেলে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রিমান্ড শুনানির জন্য কাল রোববার দিন ধার্য করেছেন নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালত।এ নিয়ে তানভীর হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করা হলো। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁর বাবা রফিউর রাব্বি পুলিশ সুপারের কাছে যে সাতজনের নাম দিয়েছিলেন, সালেহ তাঁদের একজন।সালেহ জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি বজলুর রহমান ওরফে হাজি রিপনের ছেলে এবং আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সালেহ গত ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জ ক্লাবে কর্মচারীদের শৌচাগারে এক যৌনকর্মীসহ ধরা পড়েন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর ক্লাব কর্তৃপক্ষ তাঁর বাবা হাজি রিপনের সদস্যপদ বাতিল করে।তানভীর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, র‌্যাব-১১-এর সদস্যরা বৃহস্পতিবার বিকেলে সালেহকে সদর থানায় হস্তান্তর করেন। এ নিয়ে এই হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হলো। এর আগে রিফাত বিন ওসমানকে গ্রেপ্তারের পর সাত দিন ও ইউসুফ আলী লিটনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে বজলুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সাদা পোশাকে র‌্যাব সদস্যরা ৩ এপ্রিল ঢাকার মোহামঞ্চদপুর এলাকা থেকে তাঁর ছেলেকে ধরে নিয়ে যান।এ ব্যাপারে র‌্যাব সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।ছবি ক্ষত-বিক্ষত: তানভীরের খুনিদের গ্রেপ্তারের দাবিতে শহরের বিভিন্ন স্থানে লাগানো ডিজিটাল ফেস্টুনে তাঁর ছবিতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করেছে। গতকাল সকালে বিষয়টি নজরে আসে। এ ছাড়া কে বা কারা শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের লাগানো শতাধিক ব্যানার খুলে নিয়ে গেছে।পাল্টাপাল্টি কর্মসূচি আজ: তানভীর মুহামঞ্চদ ত্বকীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শনিবার বিকেল চারটায় শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে নগর ভবন পর্যন্ত মানববন্ধন করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। কিন্তু মানববন্ধনের মধ্যবর্তী স্থান শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জনসভা করার ঘোষণা দিয়েছেন শামীম ওসমান ও তাঁর অনুগত নেতা-কর্মীরা। একই সময়ে একই জায়গায় দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় নারায়ণগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে।সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘১২ এপ্রিলের গণসমাবেশ থেকে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বনির্ধারিত ওই কর্মসূচি বানচাল করতেই শামীম ওসমান একই সময় সমাবেশ ডেকেছেন। তাঁরা একটি সহিংস পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছেন।’অন্যদিকে শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘মুজিবনগর দিবস উদ্যাপন, সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে শামীম ওসমান এই জনসভা ডেকেছেন।’পাল্টাপাল্টি কর্মসূচির ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, ‘কর্মসূচিকে কেন্দ্র করে জনগণ ও জানমালের কোনো ক্ষতির আশঙ্কা দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহরে পর্যাপ্তসংখ্যক র‌্যাব-পুলিশ মোতায়েন থাকবে।’তানভীরের চেহলাম সম্পন্ন: তানভীরের চেহলাম উপলক্ষে গতকাল জুমার নামাজের পর শহরের পুরাতন কোর্ট রোডে অবস্থিত বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চেহলামে গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত