আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় হেনস্তার শিকার সাংবাদিক

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় হেনস্তার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের প্রতিবেদক এম আর মাসফি। তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের কয়েকজন তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে মারেন এবং তাকে অপমান করেন।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাসফি জাগো নিউজকে বলেন, ‘বাণিজ্য মেলায় ফেসবুকে লাইভ দিচ্ছিলাম। লাইভ দেয়ার সময় হিজড়া সম্প্রদায়ের লোকজন আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারে। আমাকে অপমানও করে।’ পুলিশসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে কথা বলতে বাণিজ্য মেলার সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক (ফাইন্যান্স) মো. আবদুর রউফকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

মাসফি জানান, তার সঙ্গে আবদুর রউফের কথা হয়েছে। রউফ জানিয়েছেন, মেলায় হিজড়া সম্প্রদায়ের লোকজনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হবে।

মেলায় স্টল/প্যাভিলিয়ন মালিক-কর্মচারীদের অভিযোগ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অত্যাচারে অতিষ্ঠ তারা। তাদের কাছ থেকে ১ থেকে ২ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই সম্প্রদায়ের কিছু লোক। টাকা না দিতে চাইলে নানাভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে তাদের।

মেলার নাবিস্কো বিস্কুট প্যাভিলিয়নের ম্যানেজার জানান, গত বুধবার হিজড়াদের ১ হাজার টাকা দিয়েছেন। মেলা শেষের দিকে আবার টাকা দিতে হবে বলে তারা জানিয়ে গেছে।

জাগো নিউজ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত