আখাউড়ায় ফেসবুকে সরকার বিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, ডিজিটাল আইনে গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মুহাম্মাদ রাজু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন স্ট্যাটাস দেয়ায় আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

পুলিশ জানায়, ২৩ এপ্রিল  শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে প্রেরণ করা হয়েছে। বেশ কিছুদিন যাবত রাজু তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সরকার বিরোধী মিথ্যা ও ভুয়া বিভিন্ন স্ট্যাটাস প্রচার করে আসছে।

সম্প্রতি হেফাজত, বিএনপি ও লকডাউন ইস্যু নিয়েও সে নানাভাবে গুজব ও মনগড়া কথা প্রচার করছে। এমনকি ফেসবুকে তার স্ট্যাটাস থেকে সাংবাদিকরাও বাদ যাননি। এমতাবস্থায় তাকে আইনের আওতায় আনতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইলসহ রাজুকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মুহাম্মাদ রাজু উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের উসমান মিয়ার ছেলে।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

যমুনা টিভি নিউজ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত